যশোর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার ক্যাশ কাউন্টার থেকে তিন লাখ চুরির ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি
চাকুরী হতে অবসর গ্রহন করে সাধারণ ভবিষৎ তহবিলের অর্থ উত্তোলন করে ব্যাগে রেখে অবস্থান কালে ব্যাগের সাইড কেটে সংঘবদ্ধ চোরেরা নগদ ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি যশোর শহরের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার ক্যাশ কাউন্টারের সামনে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বুধবার গভীর রাতে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা হয়েছে।
ফরিদপুর জেলার সদর উপজেলার পশ্চিম খাবাসপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আলমগীর হোসেন বাদি হয়ে মামলায় উল্লেখ করেন, তিনি সামাজিক বন অঞ্চল,যশোর বণ সংরক্ষকের কার্যালয়,গাড়ী চালক হিসেবে গত বছরের ৩১ ডিসেম্বর অবসর গ্রহন করে। অবসর গ্রহন করার পর তার সাধারণ ভবিষৎ তহবিলের অর্থ মোট ৩ লাখ ৭৬ হাজার ৭শ’ ৮৯ টাকা উত্তোলনের জন্য মঙ্গলবার সকালে যশোর রেল রোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় আসেন। ক্যাশ কাউন্টারে চেক  জমা দেই। সকাল পৌনে ১১ টায় ক্যাশ কাউন্টারে অবস্থানকালে কাউন্টার থেকে ক্যাশিয়ার প্রথমে তিনটি এক হাজার টাকার বান্ডিল ৩লাখ টাকা প্রদান করে। টাকা গুলি আলমগীর হোসেন গননা করে কাছে থাকা ব্যাগের মধ্যে রেখে বাকী ৭৬ হাজার ৭শ’ ৮৯ টাকা নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। বেলা ১১ টার পূর্বে যে কোন সময় ব্যাগের ডান পাশের সাইড কেটে অত্যাক্ত কৌশলে চোরেরা উত্তোলনকৃত ৩ লাখ টাকা চুরি করে সটকে পড়ে। তৎক্ষনিকভাবে ব্যাংক কর্তৃপক্ষকের জানিয়ে আশপাশের চোর বা চোরদের সন্ধান করে না পেয়ে থানায় মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চুরি যাওয়ার টাকা উদ্ধার ও চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।#