যশোর প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন যশোর জেলা ইমাম পরিষদ। বুধবার সকাল সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ড এলাকা ও দুপুরের পর জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ ত্রাণ দেয়া হয়। এসময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২০ টন চাল, ৪ টন ডাল, ৪টন চিড়া, ২ টন চিনি, ৪টন লবণ, ৬টন আলু, ২ টন তেল, ওষুধ শুকনা খাবার, কাপড় ও নগদ টাকা প্রদান করেন ইমাম পরিষদের প্রতিনিধিরা।
ত্রান বহরের নেতৃত্বে থাকা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন জানান, বুধবার ভোর ৬ টা থেকে ইমাম পরিষদের ত্রাণ বহরে থাকা ২৪ জন প্রতিনিধি দুই দলে ভাগ হয়ে ত্রাণ কার্যক্রমে অংশ নেন। এসময় সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ট্রলারে করে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপনের পাশাপাশি ইমাম পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় ওই এলাকার ১ হাজার মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
দুপুরের পর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাতেও এভাবে ত্রাণ বিতরণ করেন যশোর জেলা ইমাম পরিষদের প্রতিনিধিরা।
সমগ্র ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. বেলায়েত হোসেন, মুফতি হামিদুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি মো. মাজহারুল ইসলাম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি শামসুর রহমান, হাফেজ মো. আব্দুল্লাহ, মুফতি হুসাইন আহমেদ, মুফতি কবিরুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা শরিফুল ইসলাম, মাওলান জিয়উর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ, মুফতি আবু দারদা, মুফতি মাসুদুর রহমান, ম্ওলানানা ইমাদুল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।