যশোরে ট্রাকের ধাক্কায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরে ট্রাকের ধাক্কায় শাহিন আলম (৩০) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এদুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল চালক মাগুরা জেলার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মসলেম বিশ্বাসের ছেলে।
হাইওয়ে পুলিশ ও যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল চালক শাহিন আলম ভাড়ায় মোটরসাইকেল চালাতো। মোটরসাইকেল ভাড়া নেওয়ার জন্য একজন যাত্রী শাহিন আলম কে ফোন করে। শাহিন আলম ফোন পেয়ে ওই যাত্রীকে নেওয়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে যশোর মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় পৌঁছালে পাইকপাড়া গামী অজ্ঞাত নামা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন এটা আমাদের ব্যাপার না এটা হাইওয়ের ব্যাপার হাইওয়ের সাথে যোগাযোগ করেন।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন এটা আমাদের নলেজে নাই। ছোটখাটো ঘটনা হলে স্থানীয় ফাঁড়ি এগুলো দেখে।