যশোরের র্শাশায় ডজন মামলার আসামি বাবলু হত্যায় দুইজন আটক

যশোর প্রতিনিধি: র্শাশা উপজলোর বাগআচঁড়া ইউনয়িনরে র্দুর্ধষ সন্ত্রাসী ডজন মামলার আসামি ইউপি সদস্য আশানুর জামান বাবলু হত্যা মামলার প্রধান আসামসিহ দুইজনকে সাতক্ষীরা থকেে আটক করছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পরে সদস্যরা।
আটককৃতরা হলো, বনোপোল র্পোট থানাস্থ মহষিাকুড়া গ্রামরে মৃত নুর আলীর ছলেে আব্দুল হাকমি (৫০) এবং বালুন্ডা গ্রামরে আব্দুর রশদিরে ছলেে আসানুর রহমান (২৮)।
গত ২১ জুন রাতে বনোপোল র্পোট থানাধীন বালুন্ডা বাজারে র্পূব শত্রুতা ও এলাকায় আধপিত্য বস্তিারকে কন্দ্রে করে আশানুর জামানকে ধারালো অস্ত্র দয়িে কুপয়িে হত্যা করে তার প্রতপিক্ষরা। পরে কয়কেটি ককটলেরে বস্ফিোরণ ঘটয়িে আসামরিা পালয়িে যায়। এই ঘটনায় নহিতরে বাবা বাদি হয়ে বনোপোল র্পোট থানায় মামলা করনে।
রোববার দুপুরে সংবাদ সম্মলেনে র‌্যাব-৬ যশোররে কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদরে ভত্তিতিে রোববার ভোরে সাতক্ষীরার কালগিঞ্জ উপজলোর একটি বাড়ি থকেে আব্দুল হাকমি (৫০) ও আশানুরকে (২৮) আটক করা হয়। আটককৃত আসামদ্বিয়কে প্রাথমকি জজ্ঞিাসাবাদে হত্যাকাণ্ডরে সাথে তাদরে সম্পৃক্ততার কথা স্বীকার করছে।ে পরে তাদরে বনোপোল র্পোট থানায় সোর্পদ করা হয়ছে।ে