যশোর প্রতিনিধি
যশোরে ট্রেনে কেটে অজ্ঞাত(৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা তিনটার পর খড়কি কবরস্থানের পাশে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তিনি সাদা জামা ও লুঙ্গি পড়ে ছিলেন।
এ বিষয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক ( এসআই) শহিদুল ইসলাম জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসের সাথে ওই বৃদ্ধের ধাক্কা লাগে । তিনি মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সাড়ে তিনটায় রেলওয়ে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, ঘটনার পর পিবিআই টিম এসে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করে। কিন্তু তা সম্ভাব হয়নি।