মণিরামপুরে মিঠু হত্যা মামলার আসামি চার বছর পর আটক

যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরের উপজেলার মিঠু হত্যা মামলার মামলার আসামি হাছেন আলী ওরফে আলী হাসানকে দীর্ঘ চার বছর পর আটক করেছে র‌্যাব। গতকাল ২৩ জুন দুপুরে বাঘারপাড়া উপজেলার জামদিয়া থেকে তাকে আটক করা হয়। আটক হাছেন আলী সদর উপজেলার রাজাপুর গ্রামের কাহারপাড়ার আনসার সরদারের ছেলে।
র‌্যাব জানায় গত ২০১৩ সালের ৩ মার্চ মিঠু হত্যাকান্ডে মণিরামপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় হাছেন আলী পুলিশের হাটে আটকের পর জামিনে মুক্ত ছিলেন। কিন্তু চার বছর ধরে হাছেন আলী আর আদালতে হাজিরা দেননি। ফলে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারী করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্প যশোরের একটি দল হাছেন আলী অবস্থান সম্পর্কে জানতে পারে। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।