যশোর প্রতিনিধি
যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শার এলাকার নাভারন মোড় এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
যশোর ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে যশোরের শার্শার নাভারন মোড়ের সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে থেকে যশোরের বেনাপোলে বালুন্ডা দক্ষিণপাড়া গ্রামের আবু সিদ্দিক এর ছেলে নাসিরুদ্দিন( ২৬)ও নাভারন রেলবাজার এলাকার রুহুল আমিন গাজীর ছেলে রিপন (৩৬)কে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।
যশোর ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে এসআই রাজেশ কুমার , নির্মল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করাকালিন গোপন সংবাদের ভিত্তিতে নাভারন মোড় থেকে দুইজনকে আটক করে পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন