যশোর প্রতিনিধি
যশোরের রাজারহাট থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১শ’৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার রামনগর মিলপাড়া এলাকার পিয়ার আলীর ছেলে ফিরোজ হোসেন ও রামনগর ধোপা পাড়ার বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার তালশহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম।
ডিবি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবির এসআই আমিরুল ইসলাম ও এএসআই ইমদাদুল হকের সম্বনয়ে একটি টিম। ওই অভিযানে তাদেরকে আটক করা হয়। আটকৃত আলামতের দাম ৪২ হাজার টাকা। এ ঘটনায় এ এসআই ইমদাদুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।