যশোর প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক’ সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে সাড়ে চারশ’ গ্রাম গাঁজা ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শার্শা উপজেলার সালতা গ্রামের বাসা নং ৪/৮৬, আতিয়ার রহমানের ছেলে সোহেল রানা,যশোর সদর উপজেলার সুজল পুর ৩নং পাড়ার মৃত কাদেক বক্স বিশ^াসের ছেলে রাজ্জাক বিশ^াস ও শহরের ষষ্টিতলা সুরেন্দ্রনাথ রোড (রওশন আরার বাড়ির ভাড়াটিয়া) চুন্নু মিয়ার ছেলে রিপন হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে,থানার এক এসআই মঙ্গলবার ১৪ জুন বিকেল সাড়ে ৬ টায় শহরের জিলা স্কুলের সামনে মেইন গেটের কাছে রিপন হোসেনকে ১শ’ ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে,কোতয়ালি মডেল থানার অপর এক এসআই মঙ্গলবার রাত সাড়ে ১০ টার পর সুজলপুর ৩নং পাড়াস্থ জনৈক রাজ্জাকের মুদী দোকানের সামনে থেকে রাজ্জাক বিশ^াসকে গাঁজা বেচাকেনার অভিযোগে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১শ’ ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এছাড়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা মঙ্গলবার ১৪ জুন বিকেলে নওদাগ্রাম এলাকাস্থ ছরোয়ার মিয়ার ৪র্থ তলার ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া সোহেল রানাকে ২শ’ ২০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করে।