যশোর প্রতিনিধি
সদর উপজেলার হাটবিলা গ্রামের এক বাড়িতে তাস দিয়ে গভীর রাতে জুয়া খেলার অভিযোগে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে। এসময় জুয়া খেলার ৫২টি তাস, জুৃয়া খেলার ৭৩ হাজার টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার কচুয়া ঘাটকুল গ্রামের লতিফ মোল্লার ছেলে আনোয়ার মোল্লা, জিরাট বিশ^াস পাড়ার আবুল খায়ের মোল্লার ছেলে নুর ইসলাম মোল্লা, হাটবিলা গ্রামের মৃত এয়াকুব আলী মোল্লার ছেলে আইয়ুব আলী ,বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানী পশ্চিমপাড়ার শেখ হাসান আলীর ছেলে এনামুল হক। এ সময় হাটবিলা গ্রামের মৃত নূর ইসলাম পাটোয়ারীর ছেলে ফারুক হোসেন পালিয়ে যায়।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হাচান জানান, রোববার ১২ জুন দিবাগত গভীর রাত অর্থাৎ ১৩ জুন রাত সোয়া ১২ টায় হাটবিলা গ্রামের জনৈক ফারুক হোসেনের বসত বাড়ীর দোচলা টিনের বেড়া ঘরে অভিযান চালায়। এসময় উল্লেখিতদের গ্রেফতার করে। এ সময় তাদের দখল হতে ৫২টি তাস,বিভিন্ন মুদ্রার জুয়া খেলার ৭৩ হাজার টাকা উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাত সোয়া ৩ টায় জুয়া আইনে মামলা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।