যশোরে পুলিশের আলাদা অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার নারীসহ গ্রেফতার-৫

যশোর প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা,উপশহর পুলিশ ক্যাম্প ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী পুলিশ আলাদা অভিযান চালিয়ে ১শ’ ৪৫ পিস ইয়াবা এবং ১শ’  গ্রাম গাঁজা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার বিরামপুর ফকিরার মোড়ের মশিয়ার রহমানের  মেয়ে মোছাঃ জেসমীন নাহার,সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে তৌহিদুর রহমান ওরফে তোয়ে,যশোর শহরের বারান্দীপাড়া মোল্যাপাড়া ব্যাংকপট্টির আইয়ুব আলীর ছেলে তৌহিদুল ইসলাম,বারান্দীপাড়া বাঁশতলার তাকিয়ারের ছেলে সাকাওয়াত ও শহরের পুর্ব বারান্দীপাড়া কাঠাতলার মৃত আব্দুল গফফার শেখের ছেলে রুবেল শেখ ।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা রোববার ১২ জুন বেলা সাড়ে ১১ টায় শেখহাটি বাবলাতলা মোড় ঢাকা রোড এর ফরিদের গ্যারেজ এর সামনে থেকে রুবেল শেখকে ২৫পিস ইয়াসা,উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার দিবাগত গভীর রাত ১৩ জুন সোমবার রাত ১ টার পর বিরামপুর পশ্চিমপাড়া (কালিপাড়া) লিটন মোল্লা (হাঁস লিটন) এর বসত বাড়ির সামনে থেকে তৌহিদুল ইসলাম ও সাকাওয়াতকে ২০পিস ইয়াবা,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা সোমবার রাত দেড়টায় রঘুনামপুর গ্রামের ইয়াদুল ভান্ডারীর চায়ের দোকানের সামনে থেকে তৌহিদুর রহমান ওরফে তোয়েকে ১শ’ গ্রাম গাঁজা ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার ১২ জুন বিকেল সাড়ে ৫ টায় বিরামপুর গাবতলা টু ফকিরার মোড় রোডস্থ মশিয়ার রহমানের বাড়ির সামনে থেকে মোছাঃ জেসমীন নাহারকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা ৪টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে