যশোরে শিশুদেরকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

যশোর প্রতিনিধি
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোরে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে কর্মশালায় সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস সভাপতিত্বে করেন। কর্মশালায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন সিভিল সার্জন।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলার ২ হাজার ২২৯০টি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ ২৪ হাজার ৯১৬ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ৩৭ হাজার ৩৯৪জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ২লাখ ৮৭ হাজার ৫৫২জন রয়েছে। এসময় ডেপুটি সিভিল সার্জন নাজমু সাদিক, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।#