যশোরে নেপালি নাগরিক আটক

যশোর প্রতিনিধি: যশোরের আরবপুরের সেনানিবাসের গেটের সামনে থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসা এক নেপালি নাগরিককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক সুরজে তামাং (৪৪) নেপালের মৃত শনটা তামাং এর ছেলে। শুক্রবার রাত ১১ টা ২০ মিনিটে কোতোয়ালি থানার এসআই বিমান তরফদার তাকে আটক করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করে সুরজেকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আরবপুরে একজন অবৈধ নাগরিক অবস্থান করছেন। তাৎক্ষনিক তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরজেকে জিজ্ঞাসাবাদ করেন। তার কাছে পাসপোর্ট কিংবা ভিসা কিছুই নেই বলে জানান এবং তিনি  স্বীকার করেন অবৈধ ভাবে বাংলাদেশে এসেছেন। পরে তাকে আটক করা হয়।#