যশোর প্রতিনিধি
গাঁজা বেচাকেনার অভিযোগে মোছাঃ নাজমা বেগম নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত বড় আচড়া মাঠপাড়া ( মসজিদের পশ্চিম পাশের্^ শাহিনের বাড়ীর ভাড়াটিয়া ) আশরাফ আলীর মেয়ে ও সেলিম হোসেনের স্ত্রী। শুক্রবার ১০ জুন রাতে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট সংলগ্ন শ্রমিক ভবনের সামনে থেকে চাঁচড়া ফাঁড়ী পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ী পুলিশের এএসআই রেজাউল করিম জানান, ১০ জুন শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া চেকপাষ্ট সংলগ্ন শ্রমিক ভবনের সামনে থেকে নারী মাদক বিক্রেতা মোছাঃ নাজমা বেগমকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে