জমি কিনে বুঝে না পাওয়ায় আদালতে মামলা

যশোর প্রতিনিধি: জমি কিনে বিপাকে পড়েছেন যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার মৃত গোলাম হায়দার মল্লিকের ছেলে দোকাদার মোদাচ্ছের মল্লিক। তিনি কবলামুলে জমি কিনে এখন বিক্রেতারা তার জমি বুঝে দিচ্ছেন না। এ ঘটনায় তিনি যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। মামলার আসামিরা হলো, ঝুমঝুমপুর এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আশরাফ আলী, নজরুল ইসলামের ছেলে সোহেল, মেয়ে আখি, জহুর বিহারীর ছেলে মুন্না ও খোকন।
মামলার উল্লেখ করা হয়, যশোর ঝুমঝুমপুর মৌজায় সাবেক দাগ নম্বর ২৫১, হাল দাগ নম্বর ১৬৪৩ এর ৪.৯৫ শতক জমি নগদ টাকা বুঝে নিয়ে ৯৪৪৮ নম্বর কবলা দলিলের মধ্যে দিয়ে ক্রয় করেন। এরপর তার ক্রয়কৃত জমি বুঝে না দিয়ে আশরাফ আলী ঘুরাতে থাকেন। দুই মাস পর আসামিরা মোদাচ্ছের আলীকে ১.৫০ শতক জমি বুঝে দেন। বাকী ৩.৪৫ শতক জমি পাওয়ার জন্য আসামিদের পিছ পিছ ঘুরতে থাকেন। এর মধ্যে মোদাচ্ছের মল্লিক তার ৪.৯৫ শতক জমি নামপত্তন করে খাজনা পরিশোধ করেছেন। এরপরও আসামিরা তার জমি বুঝে দেয়নি। এ ঘটনায় তিনি রোববার (৫ জুন) যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। মামলা নম্বর ১০২৩/২২।