যশোরে আখের রস বিক্রেতাকে ছুরি মেরে হত্যার চেষ্টা 

যশোর প্রতিনিধি
যশোরে হালিম গাজী (৩০) নামে এক আখের রস বিক্রেতাকে গলা কেটে হত্যা চেষ্টা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। শুক্রবার  বিকেল সাড়ে পাঁচটার দিকে চৌরাস্তা সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। হত্যা চেষ্টায় ব্যর্থ হলে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা হালিম গাজী কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
আহত হালিম গাজী শহরের শংকরপুর হারান কোলোনীর এ/পি বকুল শেখের বাড়ি ভাড়া থাকেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সোলেমান গাজীর ছেলে।
হালিম গাজী জানান, সাড়ে পাঁচটার দিকে চৌরাস্তা সোনালী ব্যাংকের সামনে আখের রস বিক্রির সময় অজ্ঞাত কয়েকজন যুবক হঠাৎ এসে তার গলায় চাকু দিয়ে পোঁচ দিয়ে তাকে হত্যা চেষ্টা করে। ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে হামলাকারীদের কাউকে তিনি চেনেন না বলে জানিয়েছেন হালিম গাজী।