যশোর প্রতিনিধি
যশোরের নাজির শংকরপুরে চাতালের মোড়স্থ আফজাল হোসেন হত্যা মামলার আরেক আসামি পলাশ (২৪) কে আটক করেছে র্যাব-৬ যশোরে ক্যাম্পের সদস্যরা। ২ জুন বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর গ্রাম থেকে পলাশকে আটক করা হয়। পলাশ শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানিয়েছেন, আফজাল হত্যাকান্ডের পর র্যাবের সদস্যরা আসামি আটকের জন্য তৎপর হয়। সে মোতাবেক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাশকে আটক করা হয়েছে। প্রধান আসামি ট্যারা সুজনের সাথে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড বলে পলাশ প্রাথমিক ভাবে স্বীকার করেছে। একই সাথে এই হত্যার পেছনের আর কারা ছিলো সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে। ৭/৮ জনের নাম পলাশ র্যাবকে জানিয়েছে। সে মোতাবেক বাকি আসামি আটকের জন্য র্যাব অভিযান অব্যহত রেখেছে।
উল্লেখ্য গত ২৯ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাজির শংকরপুর চাতালের মোড়ের সিটি মডেল একাডেমির সামনে কুপিয়ে হত্যা করা হয় ওই এলাকার সলেমানের ছেলে আফজালকে (২৮)। নিহত আফজালও একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন