যশোর প্রতিনিধি
যশোর মাগুরা মহাসড়কের বাহাদুরপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বুধবার গভীর রাতে ১৫ কেজি ৭শ’ ২৮ গ্রাম ওজনের ১শ’ ৩৫পিস স্বর্ণের বারসহ আটক ছয় জনের বিরুদ্ধে বুধবার ১ জুন রাতে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বৃহস্পতিবার ২জুন গ্রেফতারকৃত ছয়জনকে আদালতে সোপর্দ পূর্বক জিজ্ঞাসাবাদের জন্য ৭ রিমান্ডের আবেদন জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হচ্ছে, দেশের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন,নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিঝমিঝি পূর্ব পাড়ার অলিউল্লাহ বেপারীর ছেলে রবিউল আলম রাব্বি,মাদারীপুর জেলার সদর উপজেলার বলশা গ্রামের কামালের ছেলে আবু হায়াত জনি,চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ঘাগুরিয়া গ্রামের রশিদ মিয়াজির ছেলে আরিফ মিয়াজি, বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত দূর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নইয়ার গ্রামের সিরাজুল বেপারীর ছেলে শাহজালাল। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই আনছারুল হক বৃহস্পতিবার ২ জুন বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। বিজ্ঞ আদালতের বিচারক রিমান্ডের আবেদন পর্যালোচনা করে আগামী ৬জুন পূর্নাঙ্গ রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেন। গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য,গত বুধবার ১ জুন রাত আড়াইটার পর যশোর মাগুরা সড়কের যশোর সদর উপজেলার বাহাদুপুর সরকারী প্রাইমারী স্কুলের পশ্চিম পাশের্^ ঢাকা থেকে আগত (ঢাকা মেট্টো গ-২৬-৩৫৭৫), (ঢাকা মেট্টো গ-২৬-৩৩৮৭) ও (ঢাকা মেট্টো ম-০০-৭০২৫) নাম্বারের তিনটি প্রাইভেট কার থামিয়ে ৬জনকে ১শ’ ৩৫পিস স্বর্ণের বার যার ওজন ১৫ কেজি ৭শ’ ২৮ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৩ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৮শ’ টাকা বলে বিজিবি’র জব্দকৃত দল জানিয়েছেন। অপরদিকে, মামলাটি কোতয়ালি মডেল থানা থেকে সিআইডিতে যাওয়ার প্রক্রিয়া চুড়ান্ত হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছেন