যশোর উপশহরে স্কুলছাত্র ছুরিকাহত

যশোর প্রতিনিধি 
যশোর উপশহর সারথী মিলের সামনে ওবায়েদ (১৬) নামে এক স্কুলছাত্র ছুরিকাহত হয়েছে। গতাকল দুপুরে এ ঘটনা ঘটে।
ছুরিকাহত ওবায়েদ উপশহর বি ব্লক এলাকার মরহুম রেজোয়ান আহমেদের পুত্র।
এলাকাবাসি জানিয়েছেন,সে স্থানীয় এক মেয়ের সাথে ঘোরাফেরা করে। এ সময় জীবন নামে এক যু্বক এসে তার স্ত্রীর সাথে কেন ঘোরাফেরা করছিস একথা বলে ওবায়েদকে প্রতিবাদ জানায়। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জীবন তার এক সহযোগীকে নিয়ে ওবায়েদকে ছুরিকাঘাত করলে সে আহত হয়। পরে লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওবায়েদ বাদশা ফয়সাল হাইস্কুলে দশম শ্রেণীর ছাত্র