যশোর প্রতিনিধি
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সিরাজ উদ্দিন (১৫) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সিরাজ উদ্দিনের পিতার নাম জসিম উদ্দিন। তার বাড়ি নীলফামারী জেলায়।
জানা যায়, সিরাজ উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলো। এজন্য শনিবার (২৮ মে) তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ৯টার দিকে সে মারা যায়।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎক আহমেদ তারেক শামস বলেন, শিশুটি বিভিন্ন রোগে আক্রান্ত। কিন্তু সময় মতো তার চিকিৎসা করানো হয়নি।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্র সূত্রের দাবি, সিরাজ বেশ কিছু দিন ধরে অসুস্থ্য ছিলো। কিন্তু কর্তৃপক্ষ তাকে সময় মতো চিকিৎসার ব্যবস্থা করেনি। শনিবার তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে কর্তৃপক্ষ তেমন আগ্রহী ছিলো না। এজন্য এক প্রকার বিনাচিকিৎসায় সে মারা গেছে।