জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন বঙ্গবন্ধু ও বঙ্গমাতায় ঝিকরগাছা জয়ী

যশোর প্রতিনিধি
যশোরে রোববার থেকে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের খেলা। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) প্রতিযোগিতায় জয় পেয়েছে ঝিকরগাছা উপজেলা দল। তারা টাইব্রেকারের ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে অভয়নগর উপজেলা দলকে। খেলার নির্ধারিত সময় গোলশুন্য ড্র থাকায় ম্যাটটি গড়াই টাইব্রেকারে। ঝিকরগাছা উপজেলা উপজেলা দলের পক্ষে টাইব্রেকারে একমাত্র গোলটি করেন রিক্তা খাতুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) (দিনের অপর খেলায়) লড়ে অভয়নগর ও ঝিকরগাছা উপজেলা দল। এ ম্যাচে জয় পায় ঝিকরগাছা উপজেলা দল। প্রথমার্ধে ঝিকরগাছা উপজেলা দল ১-০ গোলে এগিয়ে ছিলো। ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে ঝিকরগাছা উপজেলা দলের টুটুল হোসেন একমাত্র গোলটি করেন। দ্বিতীয়ার্ধ কোনো দল গোলের দেখা পায়নি। বালক গ্রুপের খেলার শুরুর আগে বেলুন ও ফেসটুন উড়িয়ে টুর্নামেন্টর উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান। যশোরের ৮ টি উপজেলা ও পৌরদল মিলে মোট ৯ টি দল খেলবে জেলা পর্যায়ের খেলায় (বালক ও বালিকা)। আজ সোমবার টুর্নামেন্টর ৪ টি খেলা অনুষ্ঠিত হবে