যশোর প্রতিনিধি যশোররে চৌগাছার বল্লভপুর বাওড় দখলমুক্ত করার দাবেিত এলাকার মৎস্যজীবরিা মানববন্ধন করছেনে। মানববন্ধন শেেষ বিক্ষুব্ধ মৎস্যচাষিরা জেলা প্রশাসকরে কাছে স্মারকলিিপি প্রদান করনে।
মানববন্ধনে অংশ নেয়া মৎস্যজীবিরা জানান, বল্লভপুর সরকারি বাওড়টি এলাকার মৎস্যজীবিদের মাছ চাষের জন্য বন্দোবস্ত দেয় সরকার। এর পর থেকে তারা ওই বাওড়ে মাছ চাষ করে জীবিকা বহন করে আসছেন। কিন্ত এরই মধ্যে এলাকার প্রভাবশালী মহল জোর করে বাওড়টি দখল করে নিয়েছে। তারা পেশি শক্তি দিয়ে দখল করে এখন বাওড়ে কোনো মৎস্যজীবিদের গোসল করতে র্পযন্ত করতে দিচ্ছে না। এ অবস্থায় তারা প্রশাসনরে হস্তক্ষপে কামনা করনে।
মানববন্ধন শেেষ জেলা প্রশাসকরে কাছে স্মারকলিপি দেয় মৎস্যজীবরিা। #