বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা

যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া বর্মনপাড়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আসামিরা হলো, সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়ার শ্যামল রায়ের ছেলে কৌশিক রায় (২৫)। চাঁচড়া বর্মনপাড়ার অম্বর রায়ের স্ত্রী রিতা রায় বুধবার কোতয়ালি থানায় মামলা করে।
ভুক্তভোগী গৃহবধূর মামলায় বলেছেন, তিনি গরীব মানুষ হওয়ায় বাড়িতে ও মাঠে কাজ করে বেড়ান। নয় বছর বয়সের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে বাড়িতে থাকে। আসামির ও বাদীর বাড়ি পাশাপাশি।
সেই সুবাদে বিভিন্ন সময় বিস্কুট খাওয়ানোর কথা বলে বাদীর মেয়েকে কুপ্রস্তাব দেয়। প্রতিবেশি আরেক নারীর কাছে বাদী জানতে পারেন গত ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে প্রতিবন্ধী মেয়েকে কৌশিকের বাড়িতে ডেকে নেয়।
এরপর তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে। এভাবে ৩/৪ বার ধর্ষণ করেছে। বিষয়টি মেয়ের কাছে জানতে পেরে স্থানীয় গন্যমাণ ব্যক্তিদের মাধ্যমে কৌশিকের কাছে যান।
এসময় কৌশিক ধর্ষণের কথা স্বীকার করে বলে এতে কি হবে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই সালাউদ্দিন খান বলেন, আসামি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।