যশোরে মটর সাইকেল মেকানিক মটর সাইকেল দূর্ঘটনায় নিহত

যশোর প্রতিনিধি: আজ রোববার বিকেলে চাঁচড়া সাড়াপোল রুদ্রপুর রোডে, নওশের মোড়লের ঘেরের কাছে ফারুক হোসেন (১৮), নামে এক মটর সাইকেল মেকানিক গাছের সাথে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়েছে। ফারুক হোসেন সদরের সাড়াপোল বানিয়াবহু গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার চাচতো ভাই রওশন জানায়,বিকেল ৩টার সময় ফারুক সাড়াপোল বাজার এলাকায় একটি গাছের সাথে তার মটর সাইকেলের ধাক্কা লেগে তার মাথায় আঘাত লাগে।পরে স্হানীয়রা তাকে উদ্বার করে হাসপাতালে আনলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে বিকেল ৪টার দিকে মুত্যু ঘোষনা করেন। ফারুক সাড়াপুল বাজারের একজন মোটরসাইকেল মেকানিক। মোটরসাইকেল ঠিক করে টেস্টের জন্য সাড়াপোল থেকে কিছু দুরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, বলে জানান, যশোর কোতয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ মনিরুজ্জামান