যশোর প্রতিনিধি
জাহাঙ্গীর হোসেন ইমন নামে এক যুবককে চুরির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর শহরের খড়কী পীর বাড়ির সামনে শেখ নূর ইসলামের ছেলে। শনিবার ২১ মে রাত সাড়ে ১১ টার পর পুলিশ শহরের আরবপুর এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে। পুলিশ জানায়,গত ১৮ মার্চ রাত ৮ টা হতে ১৯ মার্চ ভোর ৫ টার মধ্যে যে কোন সময় শহরের স্মিথ রোড সিসিটিএস ভিতরে আরআরএফ অটোমোবাইল ট্রেনিং এন্ড সার্ভিস সেন্টারের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা রাতে গোপনে প্রবেশ করে। সেখান থেকে দেড় লাখ টাকা মূল্যের ৩টি ল্যাপটপ, ৬০ হাজার টাকা মূল্যের ডিএসএলআর ক্যামেরা, ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি স্ক্যানার,৩২ হাজার টাকা মূল্যের আইপি সিসি ক্যামেরা ডিভিআর, মোটর সাইকেলের চাবি ও কাগজ ও ট্রেনিং রুমের কয়েকটি চাবিসহ অফিসিয়াল মূল্যবার কাগজপত্র ও কিছু রেঞ্জপত্র চুরি করে নিয়ে যায়। ওই চুরির ঘটনার আগে ও পরে গ্রেফতারকৃত জাহাঙ্গীর হেসেন ইমন ঘোরা ফেরা করে মর্মে যথেষ্ট সাক্ষ্য প্রমান পাওয়া গেছে। সে এই মামলায় জড়িত রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তার সন্দেহ হলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রোববার ২২ মে দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।#