যশোর বসুন্দিয়ায় মারপিট থানায় মামলা

যশোর প্রতিনিধি: যশোর সদরের বসুন্দিয়ায় ট্রাকে মাটি নিয়ে রাস্তার ক্ষতির প্রতিবাদ করায় একই পরিবারের ৩/৪জনকে মারপিট করা হয়েছে। গত ২০ মে এলাকার গাইদগাছি গ্রামে এই ঘটনার পর আহতদের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে ভুক্তভোগী পরিবার চারজনের নামসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে শনিবার কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছে।
অভিযুক্তরা হলো, একই এলাকার জয়ন্তা গ্রামের মোদাচ্ছের আলী শেখ, তার স্ত্রী ঝুনু বেগম দুই ছেলে শরিফুল আলী ও আশরাফুল আলী।
বাদী গাইদগাছি গ্রামের ইনছার আলী শেখের ছেলে রফিকুল ইসলাম অভিযোগে বলেছেন, আসামিদের স্বভাব চরিত্র ভাল নয়। তারা অন্যের জমি থেকে এলাকার একমাত্র চলাচলের সরু রাস্তার দিয়ে ট্রাকে করে বাড়িতে মাটি নিচ্ছে। কিন্তু শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মাটি ভর্তি ট্রাকের কারণে রাস্তার চরম ক্ষতি হচ্ছে বলে মোদাচ্ছেরকে জানান ইনছার আলী। সেকারণে বাদীর পিতা ইনছার আলী অভিযুক্ত মোদাচ্ছেরকে বলেছে এভাবে মাটি নিয়ে গেলে তো রাস্তার চরম ক্ষতি হচ্ছে। এই বলা মাত্রই আসামিরা ইনছার আলীকে গালিগালাজসহ এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে। ইনছার আলীর চিৎকারে ঠেকাতে গেলে বাদী রফিকুল ও তার ভাই শফিকুলকেও বেদম মারপিট করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান করে দেন। কিন্তু অভিযুক্তরা ওই সমাধানে সন্তুষ্ট না হয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহার রড, বাঁশের লাঠি, ধারালো ও দেশিয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা করে। ওই হামলায় ইনছার আলী, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম ও হোসনেয়ারা বেগম নামে এক নারীসহ ৩/৪জনকে মারপিট করে আহত করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।