যশোরে আলাদা অভিযানে মাদকদ্রব্যসহ ৫জনকে আটক

 যশোর প্রতিনিধি 
যশোরে আলাদা অভিযানে মাদকদ্রব্যসহ ৫জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজন নারী।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম জানিয়েছেন, গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের গাড়ীখানা রোডস্থ আলাউদ্দিন টাওয়ারের সামনে দুই নারী মাদক বিক্রি করছে বলে তাদের কাছে সংবাদ আসে। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এরা হলো, সদর উপজেলার তফসীডাঙ্গা ঋষিপাড়ার আব্দুল মান্নানের মেয়ে রুনা খাতুন ওরফে নুসরত (২০) এবং পালবাড়ি তেতুঁলতলা এলাকার ফজলুল হকের মেয়ে তাজরিন সুলতানা দিশা (১৯)। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যশোর ক সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, সদর উপজেলার কাজীপুর মোল্লাপাড়ার নজরুল ইসলামের (৩৪) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় বাড়ি তল্লাশি করে চটের বস্তার মধ্যে রাখা ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের এসআই ইদ্রিসুর রহমান জানিয়েছেন, গত শুক্রবার চৌগাছা উপজেলার পুড়াপাড়া খালপাড় থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ রাব্বী রহমান (২১) নামে এক যুবককে আটক করা হয়। রাব্বী ওই এলাকার ক্লাব পাড়ার ফজলুরর রহমানের ছেলে।
ডিবি এসআই শনিবার ভোর সাড়ে ৪টার দিকে চৌগাছার ফুলসারা গ্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ আবু বক্কার সিদ্দিক (২৮) নামে এক যুবককে আটক করা হয়। সে চৌগাছা পশ্চিম কারিগর পাড়ার নেসার উদ্দিনের ছেলে।#