কুষ্টিয়ায় ছেলের হাতে পিতা খুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরতলীর চরমিলপাড়া এলাকায় ছেলের ইটের আঘাতে পিতা বাবু হোসেন (৪৫) নিহত হয়েছে।

শুক্রবার (২০ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবু চরমিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়, শুক্রবার সকাল ৬টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবুর সাথে তার স্ত্রীর বাক-বিতন্ডার এক পর্যায়ে বাবু তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে বড় ছেলে রমিজ (২০) ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে সজোরে বাবুর মাথায় আঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বাবুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রমিজ পালিয়েছে। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানায় ওসি।