যশোর প্রতিনিধি
অটো রিকশা চুরির এক সপ্তাহ পরে থানায় মামলা হয়েছে যশোরে । বুধবার ১৮ মে রিকশার মালিক যশোর শহরের ধর্মতলা এলাকার আব্দুল লতিফ গাজী কোতয়ালি থানায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা দেন।
আব্দুল লতিফ মামলায় উল্লেখ করেন, ১১ মে দুপুর সাড়ে ১২টায় বাইরে থেকে রিকশা চালিয়ে বাসায় আসেন। ধর্মতলা শিশু আদদ্বীন এলাকার বাসার সামনে রিকশাটি রেখে কিছুক্ষণের জন্য বাড়ির ভিতরে যান। ১০ মিনিট পরে ফিরে এসে দেখেন রিকশাটি নেই। বিভিন্নস্থানে খোঁজখবর নিয়ে কোন সন্ধান না পেয়ে থানায় এই অভিযোগ দেন।
এদিকে অন্য এক অভিযানে দুইটি ভ্যান ও একটি রিকশার বডিসহ কোতয়ালি থানা পুলিশ রবিউল গাজী (৩৫) নামে এক যুবককে আটক করেছে। রবিউল সদর উপজেলার নুরপুর দক্ষিণপাড়ার জামাল গাজীর ছেলে।
কোতয়ালি থানার এসআই ফজলুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ১৭মে বিকেল সাড়ে ৫টায় গোপন সূত্রে সংবাদ পেয়ে রবিউলের বাড়িতে অভিযান চালিয়ে একটি রিকশার ও দুইটি ভ্যানের বডি পাওয়া যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন স্থান থেকে চুরি করা ভ্যান-রিকসার বাড়িতে এনে তা খুলে বিক্রি করে থাকে বলে জানায়। এই ঘটনায় আলাদা একটি মামলা হয়েছে। #