যশোর প্রতিনিধি
ইয়াবা বেচাকেনার অভিযোগে মুন্না গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া জুলির বাড়ির ভাড়াটিয়া মৃত রহমান আলী গাজীর ছেলে।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, থানার এক এএসআই রোববার ১৫ মে রাত পৌনে ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে রেলগেট জনৈক আবুল কালামের চায়ের দোকানের সামনে থেকে মুন্না গাজীকে গ্রেফতার করে। পরে তার দখলে লুকিয়ে রাখা ২০পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় রাতে কোতয়ালি মডেল থানায় মামলা হলে পুলিশ ইয়াবাসহ মুন্না গাজীকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করে।#