যশোর প্রতিনিধি:যশোরের শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতুল( ৬) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (১৫মে) বিকালে উপজেলার শ্যামলাগাছীর নিজ বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল উপজেলার শ্যামলাগাছী গ্রামের রবিউল ইসলামের কন্যা।
নিহতেরর বাবা রবিউল ইসলাম জানায়, জান্নাতুল বিকালে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিলো। এমন সময় একটি মোটরসাইকেল এসে জান্নাতুলকে ধাক্কা দেয়। এ সময় জান্নাতুল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করলে সন্ধার দিকে ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জান্নাতুলের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা ছিলো।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান আমার কাছে ধরনের কোনো তথ্য নাই হাইওয়ে পুলিশের কাছে খোঁজ নিতে পারেন ওটা হাইওয়ে দেখে থাকে।
কতোয়ালি থানা যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বরত পুলিশের উপ পরিদর্শক এস আই আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন এ ঘটনায় থানায় একটি জিডি এন্ট্রি করা হবে।