যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলা আসামি গোলাপ আটক

যশোর প্রতিনিধি
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলা আসামি গোলাপকে আটক করেছে পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ। শুক্রবার গভীর রাতে সুজলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোলাপ সরদার যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীমের নেতৃত্বে এ এসআই উজ্জল কবীর, মেহেদী হাসান ও আব্দুল কুদ্দুসের সমন্বয়ে একটি টিম সুজলপুর থেকে রাত ২টার পর গোলাপকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টাসহ ৭/৮ টা মামলা রয়েছে। এসব মামলার একটিতে তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন গোলাপ নিজ এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই ওয়ারেন্টে গোলাপকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।