যশোর অফিস
বেনাপোল কাস্টমস হাউজের একটি পরিত্যক্ত কক্ষ থেকে চারটি ওয়ান শুটারগ্যান উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ মে রোববার বিকেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া।
তিনি জানান, ৮ মে রোববার বিকেলে ওই ঘরটিতে সামান্য আগুন লাগে। পরে আগুন নেভানোর পর ঘরের ভেতরে মাটির নিচ থেকে ওই চারটি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র চারটি অকেজো বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে জব্দ তালিকা প্রস্তুত করে ওয়ান স্যুটারগান চারটি বেনাপোল পোর্ট থানায় জমা রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডাইরীভূক্ত করা হয়েছে।