যশোর অফিস: যশোরে যৌতুক মামলায় মহিত মল্ডল নামে ব্যক্তিকে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত মহিত মন্ডল সাতক্ষীরা পাটকেলঘাটার কাশিডাঙ্গা গ্রামের মৃত বিমল মন্ডলের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালে মহিত মন্ডল মণিরামপুরের হেলাঞ্চী গ্রামের রতন মন্ডলের মেয়ে কামনা রানীকে বিয়ে করেন। বিয়ের পর মহিতকে নগদ ১ লাখ টাকা ও সংসারের যাবতীয় মালামাল দেয়া হয়। কিছুদিন যেতে না যেতে মহিত মল্ডল তার স্ত্রীকে ১ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রায় শারিরীক ও মানসিক নির্যাতন করত। কামনা রানী যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় ২০১৮ সলের শেষ দিয়ে তাকে মারপিট করে বাবার বাড়ি তাড়িয়ে দেয় তার স্বামী। ২০১৯ সালের ১২ জুলাই মীমাংসার জন্য ডাকলে মহিত পাল যৌতুক ছাড়া তার স্ত্রীকে ঘরে নিবে জানিয়ে চলে যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ ওই বছরের ২২ জুলাই কামনা রানী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মহিত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মহিত মন্ডল পলাতক রয়েছে