যশোর প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে হত্যা প্রচেষ্টা মামলার এজাহার নামীয় দুই আসামী ও ইয়াবাসহ আরেকজন মোট তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের মতিয়ার রহমান মন্ডলের ছেলে শিপন হোসেন,যশোর সদর উপজেলার উত্তর ললিতাদাহ গ্রামের মৃত আবু তাহের এর ছেলে রেজাউল হোসেন খোকন ও যশোর শহরের বেজপাড়ার আশিষ ঘোষের ছেলে অপু ঘোষ।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, বুধবার ৪ এপ্রিল রাতে র্যাবের একটি টিম যশোরে চৌগাছা থানার মামলা নং ০২ এর এজাহার নামীয় আসামী শিপন হোসেনকে, একই দিন বিকেলে র্যাবের অপরটিম যশোর কোতয়ালি মডেল থানার মামলা নং ৬ এর এজাহার নামীয় আসামী রেজাউল হোসেন খোকনকে এবং বুধবার ৪ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় র্যাবের একটি চৌকসদল শহরের ৫নং ওয়ার্ডস্থ ১নং পানির ট্যাংকীর পাশ^বর্তী মনি স’ মিল এর সামনে থেকে অপু ঘোষকে ৪২পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪৬৬০ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।