যশোর প্রতিনিধি
শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় মোটর সাইকেলে অবস্থান নিয়ে ফেনসিডিল বেচাকেনার সময় রবিউল ইসলাম ওরফে রবি ও কবির ইসলাম নামে এক দু’ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দখল হতে একটি পালসার মোটর সাইকেল জব্দ করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ওই এলাকার আব্দুস সামাদের ছেলে রবিউল ইসলাম ওরফে রবি ও একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে কবির ইসলাম।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, থানার একজন এসআই মঙ্গলবার বিকেলে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের অভিযান ডিউটি করার সময় গোপন সূত্রে খবর পান শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় হোসেন আলীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর দুই ব্যক্তি মোটর সাইকেলে অবস্থান নিয়ে ফেনসিডিল বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে বিকেল সোয়া ৫ টার পর উক্ত স্থানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা উক্ত দু’জন তাদের পালসার মোটর সাইকেল যার নাম্বার বিহীন নিয়ে পালানোর সময় কোতয়ালি মডেল থানার এসআইসহ পুলিশ কনস্টেবলরা তাদেরকে গ্রেফতার করে। পরে রবিউল ইসলামে রবির পকেট থেকে ২ বোতল,মোটর সাইকেলে বিশেষ কায়দায় রাখা ৪ বোতল ও কবির ইসলামের জিন্স এর পকেটে থাকা ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় নিয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে।