যশোর ব্যুরো
পারিবারিক কলহের জের ধরে সদর উপজেলার ঘোনা গ্রামের এক বাড়িতে হামলা চালিয়ে রক্তাক্ত জখম ও গুরুতর জখম করার অভিযোগে তিন জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় সোমবার দিবাগত গভীর রাতে মামলা হয়েছে। মামলাটি করেছেন, সদর উপজেলার ঘোনা গ্রামের আশাদুল ইসলামের ছেলে সুজন হোসেন। আসামীরা হচ্ছে, ঘোনা (স্কুল পাড়া) গ্রামের মৃত শামসুদ্দীন মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলামে স্ত্রী স্বপ্না বেগম,ছেলে শয়ন হোসেন।
বাদি মামলায় উল্লেখ করেন , পারিবারিক কলহের জের ধরে আসামীরা হাতে লোহার রড,বাঁশের লাঠি,ধারালো দাও, কোদাল,সাবলসহ দেশীয় অস্ত্রে,শস্ত্রে সজ্জিত হয়ে গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭ টায় বাদির ভাই শাহিদুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাদির ভাই শহিদুল ইসলাম এই ভাবে গালিগালাজ করতে নিষেধ করলে সিরাজুল ইসলাম তার হাতে থাকা ধারালো দাও দিয়ে খুন করার উদ্দেশ্যে শাহিদুল ইসলামের মাথার মাঝখানে কোপ মারলে উক্ত কোপ কপালের বাম পাশের্^ লেগে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম হয়। শয়ন হোসেন ধারালো কোদাল দিয়ে খুন করার উদ্দেশ্যে বাদির ভাইয়ের মাথার মাঝ খানে কোপ মারলে উক্ত কোন নাকের উপর লেগে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। স্বপ্না বেগম শাহিদুল ইসলামের গলা চেপে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। শাহিদুল ইসলামের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিলে আসলে তাদেরকে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় শাহিদুল ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার পর থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না দিয়ে আদালতে মামলা করার পরামর্শ দিলে বিজ্ঞ আদালতে মামলা করলে আদালতের নিদের্শে থানার অফিসার ইনচার্জ মামলা হিসেবে রের্কডভূক্ত করেন।#