যশোরে পুলিশের আলাদা অভিযান ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার-৪

যশোর ব্যুরো
কোতয়ালি মডেল থানা  ও চাঁচড়া ফাঁড়ী পুলিশ আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে। এসময় চারজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের বারান্দীপাড়া আমতলার মৃত শহিদুল ইসলামের ছেলে সিরাজ ওরফে রাজ,পূর্ব বারান্দীপাড়ার রশিদের ছেলে মেহেদী হাসান,সদর উপজেলার মুড়োলী খাঁ পাড়া বর্তমানে যশোর সদর উপজেলার সীতারামপুর দো-তলা মসজিদের পাশে খান সাহেবের ভাড়াটিয়া মৃত জান মোহাম্মদ ওরফে জান মাষ্টারের ছেলে জাহাঙ্গীর আলম ডাবু ও সদর উপজেলার মোবারককাঠি মধ্যপাড়া মসজিদের পাশে আমির আলী ওরফে আছির আলীর ছেলে সেলিম রেজা। এ ঘটনায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ১৯ এপ্রিল সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ী পুলিশ জানায়, সোমবার ১৮ এপ্রিল বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে যশোর শহরতলী চাঁচড়া চেকপোষ্ট মোড়স্থ যশোর টু বেনাপোল ডাউন বাস কাউন্টারের সামনে থেকে সেলিম রেজাকে ১৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরদিকে,কোতয়ালি মডেল থানা পুলিশ সোমবার ১৮ এপ্রিল নড়াইল রোডস্থ সিটি কলেজ এর সামনে থেকে জাহাঙ্গীর আলম ডাবুকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এছাড়া,কোতয়ালি মডেল থানা পুলিশ ১৯ এপ্রিল মঙ্গলবার রাত সোয়া ১ টায় উপশহর নিউ মার্কেট মোড়স্থ আল্লাহর দান বিরানী হাউজ হোটেলের সামনে থেকে সিরাজ ওরফে রাজকে গ্রেফতার করে। এ সময় তার দখল থেকে ৫০ পুরিয়া অর্থাৎ ১শ’ ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে।#