London Escorts
sunderland escorts
1v1.lol unblocked
yohoho 76
https://www.symbaloo.com/mix/yohoho?lang=EN
yohoho
https://www.symbaloo.com/mix/agariounblockedpvp
https://yohoho-io.app/
https://www.symbaloo.com/mix/agariounblockedschool1?lang=EN
- যশোর প্রতিনিধি যশোর মনিরামপুরে ভরণ পোষন না দিয়ে মারপিটের অভিযোগে ছেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক মা। সোমবার মণিরামপুরের ভতরপুর গ্রামের মৃত সেকেন্দার দফাদারের স্ত্রী চান্দু বিবি এ মামলা করেছেন। মামলায় তার ছেলে আনিচুর রহমানকে আসামি করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, চান্দু বিবির ছেলে আসামি আনিচুর রহমান। তার স্বামীর মৃত্যুর পর ছেলে আনিচুর তাকে ভরণ পোষন না দিয়ে অত্যাচার নির্যাতন শুরু করে। আনিচুর নেশায় আসক্ত হওয়ায় প্রায় তার মার কাছে টাকা দাবি করে হুমকি ও মারপিট করত। তার নামের জমি লিখে দেয়ার জন্য চাপ দিত আনিচুর। গত ১৬ এপ্রিল আনিচুর তার মাকে তার জমি লিখে দিতে বলে। তার মা রাজি না হওয়ায় মারপিট করে ঘর থেকে বের করে দেয়। এরপর আনিচুর তার জমানো ৭৫ হাজার টাকা, গহনা ও মালামাল নিয়ে যায়। চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে আনিচুর তাদের খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।