যশোরে পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের আলাদা  অভিযানে ফেনসিডিল গাঁজা উদ্ধার গ্রেফতার-২

যশোর প্রতিনিধি
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে গত ১২ ঘন্টায় ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে দু’ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার ডাকাতিয়া মাঠপাড়ার গ্রামের জামাল গাজীর ছেলে বিল্লাল গাজী ও যশোর শহরের লোন অফিস পাড়া (সম্মিলনী স্কুলের পাশে) বর্তমানে বড় বাজার (আজাদ মিয়ার মাছের আড়তের উপরে ২য় তলার ভাড়াটিয়া মৃত দুলাল ভৌমিকের ছেলে অসীত কুমার ভৌমিক। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ জানায়, রোববার বিকেল ৬ টায় শহরের মুজিবসড়কস্থ চাঁচড়া রেলগেট সংলগ্ন আরিফ গিফট সেন্টার দোকানের সামনে থেকে অসীত কুমার ভৌমিককে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১৬পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার ১৭ এপ্রিল রাত ৯ টায় কাশিমপুর ইউনিয়নের মধ্যপাড়া রোডস্থ নূরালী স্টোর নামক মুদী দোকানের সামে থেকে বিল্লাল গাজীকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ১৪ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা রোববার ১৭ এপ্রিল দুপুরে শংকরপুর চোপদারপাড়া মৃত আমির হোসেন পাটোয়ারীর ছেলে হানিফ পাটোয়ারীর বাড়িতে অভিযান চালায়। এ সময় হানিফ পাটোয়ারী পালিয়ে গেলেও তার বাড়িতে থাকা ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের সোমবার ১৮ এপ্রিল আদালতে সোপর্দ করে।#