যশোরে যুবককে মারপিট ও  কুপিয়ে জখমের ঘটনায় ৯ জনের নামে মামলা

যশোর প্রতিনিধি
যশোর সদরের ৭নং চুড়ামনকাটি ইউনিয়নের অর্ন্তগত ছাতিয়ানতলা গ্রামে এসএম আল-আমিন (২৬) নামে এক যুবককে মারপিট পূর্বক জখমের ২০ দিন পর কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে আল-আমিন ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন। আসামিরা হলো, সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের মোফাজ্জেল মন্ডলের ছেলে রানা, রুনু , সিদ্দিকের ছেলে মানিক, রবির ছেলে রকি , ছাতিয়ানতলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে জাকারিয়া ইকবাল শাহাদ, সোহরাব তরফদারের ছেলে শিবলু, আলা তরফদারের ছেলে শুভ , সরদার বাগডাঙ্গা গ্রামের ইসমাইলের ছেলে হৃদয়  এবং মৃত গোলাম মোস্তফার ছেলে হাবিবুর রহমান।
আল-আমিন মামলায় উল্লেখ করেছেন, আসামিদের সাথে আগে থেকেই শত্রুতা ও দ্বন্ধ চলে আসছিল। সে কারণে তারা বিভিন্ন সময় তাকে ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে। মারপিট করতে সুযোগ খৃঁজতে থাকে। গত ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে গ্রামে স্কুলমাঠ থেকে বাড়ি যাওয়ার পথে ফাঁকা মাঠের কাছে পৌছালে আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে ধারলো দা, লোহার রড, বার্মিজ চাকু, বাঁশ ও কাঠের লাঠি নিয়ে গতিরোধ করে এবং বেধড়ক মারপিট ও কুপিয়ে সারা শরীর জখম করে। তিনি চিৎকার দিলে আশেপাশে লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। ঘটনা শুনে তার মা ও আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ হলে তিনি কোতয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে। #