যশোরে কলেজ শিক্ষার্থী অপহরণের অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি
যশোরে  এক কলেজ ছাত্রীকে অপহরণ পূর্বক অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। কলেজ ছাত্রীর পিতা মামলাটি করেছেন। মামলায় আসামী করা হয়েছে, যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আতিল্যা বিশ^াসের ছেলে ইভোন বিশ^াস ও সুধীর মন্ডলের ছেলে লিটন মন্ডল।
কলেজছাত্রীর পিতা মামলায় উল্লেখ করেন তার মেয়ে (১৭) যশোরের একটি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। গত ১১ এপ্রিল কলেজ পড়–য়া শিক্ষার্থী ধর্মতলা কদমতলা মোড়ের পপুলার কোচিং সেন্টারে যাওয়ার পথে কারবালা মসজিদের সামনে পৌছালে আসামিরা একটি প্রাইভেটকার নিয়ে তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে প্রাইভেটে তুলে নিয়ে যায়। তিনি স্থানীয় লোক মারফত সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এবং আসামিদের পরিচয় জানতে পারেন। পরে তিনি খোঁজ করে মেয়ের সন্ধান করতে না পেরে কোতয়ালি থানায় মামলা করেন