যশোরে পুলিশের আলাদা অভিযানে ৫জন মাদক কারবারি আটক গাঁজা উদ্ধার

যশোর অফিস যশোরে পুলিশের আলাদা অভিযানে ৫জন মাদক কারবারিকে করেছে । এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
 আটককৃতরা হলো, শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির উজ্জল ব্যাপারি, পালবাড়ি গাজীরঘাট রোডের হাসান আলী, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের দাসপাড়ার রতন দাস, শহরতলীর বিরামপুর কালীতলার পলাশ চন্দ্র দাস ও অভয়নগরের পচামাগুরা গ্রামের শান্ত বিশ^াস।
 কোতোয়ালি থানা পুলিশ গত ১৫ এপ্রিল সন্ধ্যায় শহরের রেলগেট জুয়েলের চায়ের দোকানের সামনে থেকে উজ্জল ব্যাপারিকে ১১০ গ্রাম গাঁজাসহ আটক করে। সদর উপজেলার তালবাড়িয়া ক্যাম্পের পুলিশ একইদিন রাত সাড়ে ৮টার দিকে ঘুরুলিয়া গ্রামের পচা পুকুরপাড় থেকে রতন দাসকে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করে।ওইদিন রাত সাড়ে ৯টার দিকে উপশহর ক্যাম্পের পুলিশ বিরামপুর গ্রামের ভাঙ্গাবাড়ির সামনে থেকে পলাশ চন্দ্র দাসকে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করে। ১৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গাইদগাছি গ্রামের শিশু নিলয় ফাউন্ডেশনের সামনে থেকে শান্ত বিশ^াসকে ১১০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।যশোর পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ ওইদিন রাত ৮টার দিকে পালবাড়ি গাজীরঘাট রোডের দ্বীন মোহাম্মদ মিন্টুর টেইলার্সের সামনে থেকে একশ’ গ্রাম গাঁজাসহ হাসান আলীকে আটক করে। #