যশোরে ফেনসিডিল গাজাসহ দুইজন আটক

 যশোর প্রতিনিধি
গত বৃহস্পতিবার যশোর ডিবি পুলিশ আলাদা অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে।
এসআই আরিফুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শার্শা উপজেলার আন্দোলপোতা গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ আসাদুজ্জামান (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি লক্ষণপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।
এসআই শফি আহমেদ রিয়েল জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি উত্তরপাড়ার একটি স মিলের পাশ থেকে আলআমিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে দুইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে চুড়ামনকাটি কুন্ডুপাড়ার মিন্টু মন্ডলের ছেলে।
এসআই আমিরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের শফিকুলের পরিত্যাক্ত জমিতে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পুলিশ দেখে দুইজন পালিয়ে যায়। এরা হলো, কুলিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩০) এবং রাজাপুর পূর্ব পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে আনিসুর রহমান (৪৫)।।