যশোর প্রতিনিধি দেশ নিউজ লেখা একটি প্লাকার্ড বহনকারী প্রাইভেটকার তল্লাশি করে ১৯৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে যশোর ডিবি পুলিশ। এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও আক্তারুল ইসলাম নামে একজনের জাতীয় পরিচয়পত্রের ছায়াকপি উদ্ধার করেছে। সেখানে পিতার নাম রেজাউল ইসলাম এবং ঠিকানা শার্শা উপজেলার রাজনগর গ্রাম লেখা আছে।
যশোরের ডিবি পুলিশ জানিয়েছে, গত ১৩ এপ্রিল বিকেলে যশোরের ঝিকরগাছা ও শার্শা এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক দ্রব্য বহনকারী সন্দেহে গাড়ি তল্লাশি করা হচ্ছিল। মাদক কারবারিরা টের পেয়ে ঝিকরগাছা উপজেলার রুঘুনাথপুর গ্রামের একটি মেহগুনি বাগানের মধ্যে দেশ নিউজ লেখা প্লাকার্ড বহনকারী একটি প্রাইভেটকার ফেলে রেখে যায়। ওই গাড়িটি বেনাপোল সীমান্ত থেকে যশোরে দিকে আসছিল। পরে প্রাইভেটকার তল্লাশি করে আক্তারুল ইসলামের জাতীয় পরিচয়পত্রের ছায়াকপি, দৈনিক খবরের আলো নামে একটি পত্রিকার পরিচয়পত্র, একটি ক্যামেরা স্ট্যান্ড (ট্রাইপট) এবং একটি মাইক্রোফোন জব্দ করা হয়।
ডিবি জানিয়েছে, সংবাদপত্রের লোক বা মিডিয়া কার্মীর পরিচয়ে গোপনে দুষ্কৃতিকারীরা ভারত থেকে ফেনসিডিল নিয়ে তা পাচারের চেষ্টা করছিল।