যশোরে পুলিশ সদস্য স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা

যশোর প্রতিনিধি
যশোরে যৌতুক দাবির অভিযোগে পুলিশ সদস্য নাশিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। সোমবার ১১ এপ্রিল যশোর সদরের পাগলাদাহ গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে উনজিলা আক্তার বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। নাশিদুল ইসলাম যশোর সদরের ডাকাতিয়া গ্রামের মানোয়ার হোসেনের ছেলে। সে কনস্টেবল পদে নড়াইল পুলিশ লাইনে কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৫ জুন নাশিদুল ইসলাম পারিবারিক ভাবে উনজিলা আক্তারকে বিয়ে করেন। বিয়ের সময় উনজিলাকে গহনা ও নাশিদুল ইসলামকে এফজেড মোটরসাইকেল ও সংসাদের যাবতীয় মালামাল দেয়া হয়। নাশিদুল এরমধ্যে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছে বলে জানায় তার স্ত্রীকে। ঋণ পরিশোধের জন্য উনজিলাকে তার পিতার কাছ থেকে দুই লাখ টাকা এনে দিতে বলেন নাশিদুল ইসলাম। টাকা না দেয়ায় গত ১ এপ্রিল উনজিলাকে নড়াইলের ভাড়া বাসা থেকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে যৌতুক নিরোধ আইন এ মামলা করেছেন।