যশোরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলায় কায়ূম আলী(৫৫)  নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের গালকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা সৈয়দপুর গ্রামের মাঠের ভিতরে পাকা রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত কায়ুম আলী যশোর সদর উপজেলার তীরেরহাট কাদিরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে।
যশোর পুলিশের মুখপাত্র জেলা গোয়েন্দা শাখা ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপেন কুমার সরকার জানান, নিহত কায়ুম আলী একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক, রোববার রাত দশটার দিকে মোটরসাইকেল ভাড়া নিয়ে সাতমাইল থেকে সৈয়দপুর গ্রামের সড়কে যায়, রাত সাড়ে দশটার দিকে কায়ুম আলীর জামাতা মান্নার সাথে মোবাইল ফোনে কথা হয়। এরপর তার সাথে পরিবারের আর কারোর সাথে কোন যোগাযোগ হয় নাই। আজ সোমবার সকাল আটটার দিকে স্থানীয় লোকজন গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে চৌগাছা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশের উপ পরিদর্শক( এসআই) বিকাশ লাশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করবার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠান।
পুলিশ আরো জানায় প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা কাইয়ুম আলীকে জবাই করে হত্যা করে বাজাজ সিটি হান্ড্রেড মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। এই হত্যাকাণ্ডর ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যশোরের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন যশোর জেলায় একের পর এক খুন হতে চলেছে, এজন্য মনে হচ্ছে খুনের মহাসড়কে চলছে যশোর। উল্লেখ্য গতকাল রোববার বিকালে সদর উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুর রহমান নামে এক বৃদ্ধ জমিজমা সংক্রান্ত গোলযোগে কারণে খুন হন।