যশোরে এক বৃদ্ধ খুন একের পর এক খুনের মহাসড়কে চলছে যশোর

যশোর প্রতিনিধি: যশোরে জমিজমার বিরোধে জেরে রহমান(৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছে।

রোববার (১০ এপ্রিল) বিকালে সদর উপজেলার বাহাদুরপুরের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রহমানের ছেলে আরিফ হোসেন (২৬) নামে এক যুবকও গুরুতর আহত হয়েছে।

নিহত রহমান বাহাদুরপুর আড়পাড়া গ্রামের দেলওয়ার দফাদারের ছেলে। তিনি পেশায় একজন দর্জী।
নিহত রহমানের পরিবারের অভিযোগ, রোববার বিকেল ৪টার দিকে তাদের নিজস্ব জমিতে নির্মানধীন ঘরের নির্মান কাজ নিয়ে প্রতিবেশী মফিজুল (৪৫) ও মফিজুলের ভাই আজিজুল (৫০) এবং মফিজুলের ছেলে ইসমাইল (২৮) রহমান ও তার পরিবারের সদস্যদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। হাতাহাতির এক পর্যায়ে ইসমাইল রহমানের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। এতে রহমান ও রহমানের ছেলে আরিফ হোসেন(২৬) গুরুতর রক্তাক্ত জখম হলে তার পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রহমান সন্ধ্যা ৭টার দিকে মারা যান। আহত আরিফ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

যশোরের স্থানীয় বাসিন্দারা বলছি যশোরে একের পর এক খুনের রাজত্ব কায়েম হয়েছে। তার ভীতর ধারালো অস্ত্রের সরাসরি তে ধারালো অস্ত্রের তারা খুন হচ্ছে বেশি মানুষ। স্থানীয়রা বলছেন যশোর রাখুন খুনের মহাসড়ককে চলছে।