যশোর প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে যশোর জেলার শার্শা উপজেলার বাজারের জনৈক রুকুনের স মিলের মধ্যে রাসেদুজ্জামান এর চা দোকানের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ রমজান আলী নাকে এক যুবককে গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত কাগজপুকুর এলকার ইসমাইল হোসেনের ছেলে। শুক্রবার রাত সোয়া ৯ টায় রাবের একটি চৌকসদল উক্ত স্থানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা রমজান আলীকে গ্রেফতার করে। পরে তার দেখানো মতে তার দখল হতে ২ কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে শার্শা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। #