বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলকে আটকের প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে যশোরে মানববন্ধন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় যশোর শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি। এসময় বক্তারা হৃদয় মন্ডলের অবিলম্বে মুক্তি দাবি করেন। মুক্তি দেওয়া না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুলের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন